ঊষার আলো ডেস্ক : খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি, সম্প্রতি খাদ্য সচিব পদে পদোন্নতি পাওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
রবিবার ( ২২ মে) দুপুরে খুলনা সার্কিট হাউজে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত খাদ্য সচিব মোঃ ইসমাইল হোসেন এনডিসি’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, শেখ আবু হাসান ও এস এম জাহিদ হোসেন, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ ও মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, নির্বাহী সদস্য শেখ মাহমুদ হাসান সোহেল, সাংবাদিক হুমায়ুন কবীর, রকিব উদ্দিন পান্নু, কেইউজের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিয়াজ, সাংবাদিক এনামুল হক, আমিরুল ইসলাম, কৌশিক দে, শেখ আল এহসান, নূর ইসলাম রকিসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ।