UsharAlo logo
শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নগরীতে কেএমপির বর্ণাঢ্য শোভাযাত্রা

pial
জুন ২৫, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহীতব্য কর্মসূচীর অংশ হিসেবে নগরীর শিববাড়ি মোড়ে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক।

“আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” শ্লোগানকে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে বেলুন ও ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে র‌্যালিটি নগরীর শিববাড়ি মোড় হতে শুরু হয়ে ডাকবাংলা ও পিকচার প্যালেস মোড় হয়ে শহীদ হাদীস পার্কে এসে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।

 উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) জনাব সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোল্লা জাহাঙ্গীর হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব রাশিদা বেগম, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) জনাব বি.এম নুরুজ্জামান, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) জনাব শেখ মনিরুজ্জামান মিঠু; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব মনিরা সুলতানা; ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম-সহ খুলনা মহানগরী কমিউনিটি পুলিশিং ফোরাম ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

(ঊষার আলো-এফএসপি)