সভাপতি আমির হামজা : সাধারণ সম্পাদক মুন্না
ঊষার আলো ডেস্ক : সুন্দরবন উপকূলীয় অঞ্চলে জনসচেতনা সৃষ্টি ও বণ্যপ্রাণী সংরক্ষণের লক্ষ্যে স্বেচ্ছাসেবীদের সমন্বয়ে পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতির অধিকার’ খুলনা জেলা শাখার আগামী ২০২২-২০২৩ সালের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৩১ জুলাই) সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি আব্দুল বারী ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে খুলনা জেলা শাখায় ৪৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রকৃতি জীববৈচিত্র্য ধ্বংস ও সুন্দরবনের প্রাণী রক্ষায় সারাদেশব্যাপী পরিচালিত পরিবেশবাদী সংগঠন ‘প্রকৃতির অধিকার’ খুলনা জেলা শাখায় সভাপতি মনোনীত হয়েছেন আমির হামজা ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মুন্না। কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি শাহনাজ পারভীন, আল-আমীন গাজী ও ইকবাল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আজমিনুর রহমান ও সাইদুর রহমান সাঈদ, সাংগঠনিক মিনতাজ মিনহা গাজী, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম আকাশ ও এমএইচ রায়হান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আশিকুজ্জামান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুনতাহা নুর মাহী, কোষাধ্যক্ষ মিলন সানা, উপ-কোষাধ্যক্ষ সম্পাদক রাকিবুল হাসান বাদশা, ক্রীড়া সম্পাদক আমিরুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক ডিএম মিলন হোসেন, সমাজসেবা বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক আল-আমীন, উন্নয়ন সম্পাদক মাকছুদ আলম, উপ-উন্নয়ন সম্পাদক মোঃ ইয়াকুব আলী, পরিবেশ বিষয়ক সম্পাদক অন্বেষা মজুমদার, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক ওলিউর রহমান সুমন, অপরাধ দমন বিষয়ক সম্পাদক মোঃ মুজাহিদ ইসলাম, উপ-অপরাধ দমন বিষয়ক সম্পাদক তরুণ বিশ্বাস, নারী বিষয়ক সম্পাদক হাফিজা খাতুন, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আলমগীর হোসেন, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক তাপস সরকার, দপ্তর সম্পাদক মোঃ ফরহাদ হোসেন, উপ-দপ্তর সম্পাদক গাজী সরোয়ার। কার্যনির্বাহী সদস্যরা হলেন আরমিনা খাতুন, মোতাসিম বিল্লাহ বাবু, মোঃ রবিউল ইসলাম, তানভীর হাসান, খন্দকার হাসান, রফিকউল্লাহ ইমরান, আব্দুল্লাহ আল মামুন, সোহাগ হোসেন, মোঃ আহাদ, মিজানুর রহমান, ইমদাদুল হক, মারুফ বিল্লাহ নাঈম, সুমাইয়া সুলতানা ও হাফিজুর রহমান।