তালা প্রতিনিধি : বাংলাদেশের জনকল্যানব্রতী স্বেচ্ছাসেবী সংস্থা- খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস)এর প্রতিষ্ঠাতা স্বর্গীয় রেভাঃ পল মুন্সী’র ৯২তম জন্মবার্ষিকী স্মরণে দরীদ্র, অবহেলিত মা ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সিএসএস’র উদ্যোগে এবং খুলনা জোনের তালা আঞ্চলিক অফিসের বাস্তবায়নে শনিবার (১৯ জুন) পাইকগাছার মামুদকাটী সিএসএস অফিস ভবন প্রাঙ্গনে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম. খালিদ হোসেন সিদ্দিকী। বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ক্যাম্পের নেতৃত্ব দেন, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সুজন কুমার সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিএসএস এমএফপি খুলনা জোনের জোনাল ম্যানেজার মো. এনামুল হক, তালা অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মো. শাহবুদ্দীন, কপিলমুনি ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো. মসিউল ইসলাম, তালা ব্রাঞ্চের বাঞ্চ ম্যানেজার সুব্রত মন্ডল ও পাইকগাছা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার বরুন কুমার মাঝি। ক্যাম্প থেকে এলাকার শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহন করেন।
(ঊষার আলো-এমএনএস)