UsharAlo logo
রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে তৃণমূল-বিজেপি’র সংঘর্ষে নিহত ১

usharalodesk
মার্চ ২২, ২০২১ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ভোটের দিন যতই কাছে আসছে, সহিংসতাও বেড়েই চলেছে। তৃণমূল-বিজেপি সংঘর্ষে ১ তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিমবঙ্গে। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানান, ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের ঝাড়গ্রামের পিন্ডরাকুলি গ্রামে। নিহত তৃণমূল কর্মীর নাম দুর্গা সোরেন (৫৫)।
নিহত দুর্গা সোরেনের স্ত্রী সাকরো সোরেন গণমাধ্যমকে বলেছে, বিজেপির লোকজন আমায় ও আমার স্বামীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এ নিয়েই ঝামেলার সূত্রপাত। এরপরই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। তৃণমূলের আগুইবনি অঞ্চলের সভাপতি জগদীশ মাহাতো বলেন, গণ্ডগোলের ঘটনায় আমাদের কর্মী দুর্গা সোরেনের মৃত্যু হয়েছে।
সংঘর্ষের ঘটনায় জখম অবস্থায় দুর্গা সোরেনকে হাসপাতালে নিয়ে আসা হলে। সেখানে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। খবর পেয়ে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়ের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপারসহ পুলিশের বাহিনী আসেন।
ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায় গণমাধ্যমকে বলেন,’ঘটনার কথা শুনেছি। কী কারণে মৃত্যু হয়েছে, তা এখনই বলা সম্ভব হচ্ছে না। ময়নাতদন্তের পর বলা যাবে। আমরা তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখছি।

 

(ঊষার আলো- এম.এইচ)