পাইকগাছা প্রতিনিধি : আগামী ২৭ জানুয়ারি খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিকী সম্মেলন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পাইকগাছা উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালীবাড়ীতে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরণ কুমার সাধু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পূজা বিষয়ক সম্পাদক রমেন্দ্র নাথ সরকার।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস এর সঞ্চালনায় এসময়ে বক্তৃতা করেন, পূজা পরিষদের নেতা সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, মুরারী মোহন সরকার, দীপক মন্ডল, হেমেশ চন্দ্র মন্ডল, তৃপ্তিরঞ্জন সেন, বাবু রাম মন্ডল, জগদীশ রায়, তাপস সাধু, সুকৃতি মোহন সরকার, বিজন রায়, কালীপদ বিশ্বাস, প্রাণকৃষ্ণ মন্ডল, প্রকাশ ঘোষ বিধান, গৌরঙ্গ মন্ডল, বিভাসেন্দু সরকার, বিপুল বিশ্বাস, কল্লোল মল্লিক, সুনীল মন্ডল, কেন্দ্রীয় পূজা মন্দির সভাপতি দেব্ব্রত রায় দেবু, অখিল মন্ডল, দিপংকর মন্ডল, গৌতম মন্ডল, পীযূষ সাধু, মনোজিৎ মন্ডল, দ্বীজেন মন্ডল, রামপ্রসাদ, পরেশ মন্ডল, দীপংকর শীল, উজ্জ্বল মন্ডল, পরেশ মন্ডল, শ্যামপদ মন্ডল, অনুকূল ব্যানার্জী, পংকজ মন্ডল, অসিত মন্ডল, দীবা মন্ডল, জগন্নাথ দেবনাথ, বিদ্যুৎ ঘোষ, তুষার মন্ডল।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ও পৌরসভার অন্যান্য নেতৃবৃন্দ।