পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা পৌরসভার দু:স্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এনআরবিসি ব্যাংকের সহায়তায় সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে পৌরভবনে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মেয়র সেলিম জাহাঙ্গীর।
এসময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর কবিতা দাশ, রাফেজা খানম, রবি শংকর মন্ডল, ইমরান সরদার, ব্যাংককের শাখা ব্যবস্থাপক সজীব শেখ, ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন গাজী, নির্বাহী প্রকৌশলী নূর আহমদ, সহকারী প্রকৌশলী লিটু শেখ, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, গাজী শহিদুল ইসলাম খোকন, জিয়াউর রহমান, উত্তম ঘোষ, মৃণাল সানা, হেমেন্দ্র নাথ গাইন, কবিতা রাণী, সাঈদুর রহমান, ইব্রাহিম হোসেন ও হযরত আলী।
অনুষ্ঠানে এলাকার শতাধিক দু:স্থ ও অসহায় ব্যক্তি কে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।