UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা সরকারি কলেজের শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের সংবর্ধনা

koushikkln
সেপ্টেম্বর ১, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ উপজেলা পর্যায়ে ৮টি ক্যাটাগরিতে পাইকগাছা সরকারি কলেজ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জাতীয় শিক্ষা সপ্তাহে এমন কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করায় এ উপলক্ষে কলেজের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর)  দুপুরে কলেজের শিক্ষক মিলনায়তনে অধ্যক্ষ মিহির বরণ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। প্রভাষক মাসুদুর রহমান মন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা রণজিৎ সরকার।

উপস্থিত ছিলেন, সহকারী অধ্যাপক আলহাজ¦ রফিকুল ইসলাম, আমান উল্লাহ, ইলিয়াস হোসেন, আ জ ম আব্দুল হাকিম, আব্দুর রউফ, প্রভাষক আব্দুর রাজ্জাক বুলি, জামাল উদ্দীন, লুৎফা ইসলাম, সুফল মন্ডল, মাহবুবা নাজনীন ইরানী, নাজমীন নাহার, মাধুরী রানী, আছাবুর রহমান শিমুল, মোমিন উদ্দীন, আবু রাসেল কাগুজি, রনজিতা সরকার, লিলিমা খাতুন, সোমা দে, উজ্জ্বল বিশ^াস, পলাশ মন্ডল, আবু সাঈদ ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। উল্লেখ্য, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে অত্র কলেজ, প্রতিষ্ঠান প্রধান হিসেবে অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, শ্রেণি শিক্ষক হিসেবে প্রভাষক মাহবুবা নাজনীন ইরানী, রোভার লিডার হিসেবে প্রভাষক মোমিন উদ্দীন, রোভার স্কাউটস গ্রæপ, সেরা রোভার নয়ন মনি বিশ^াস, নির্ধারিত বক্তৃতায় শিক্ষার্থী প্রেমা মন্ডল ও লোক নৃত্যে আসফিয়া জেবীন খুশবু।