পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহতদের দেখতে যান সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। তিনি সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আহত ব্যক্তিদের চিকিৎসার সার্বিক খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার।
উল্লেখ্য, রোববার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঠাকুরনবাড়ি চক এলাকার জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় রঞ্জিত সরদার ও কুঞ্জ সরদার গংদের কমপক্ষে ১৩জন আহত হয়। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
সুমন কাগজী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং শিউলী রানী সরদার বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে পৃথক দুটি মামলা দায়ের করা হয় বলে ওসি জিয়াউর রহমান জানিয়েছেন।