UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় কুকুরকে টিকা দান উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

usharalodesk
জানুয়ারি ১৭, ২০২৩ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি : বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে ব্যাপকহারে কুকুরকে টিকা দান (এমডিভি) কার্যক্রম উপলক্ষে পাইকগাছা উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নীতিশ চন্দ্র গোলদার।

ঢাকা স্বাস্থ্য অধিদপ্তর রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস। এমডিভি কার্যক্রম সম্পর্কে স্বাগত বক্তৃতা করেন এমডিভি কনসালটেন্ট শামির হোসেন।

এসময়ে জুনিয়র কনসালটেন্ট ডাঃ সুজন কুমার মন্ডল, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, ডাঃ প্রশান্ত কুমার মন্ডল, ডাঃ শাকিলা আফরোজ, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, রিপন কুমার মন্ডল, কেএম আরিফুজ্জামান তুহিন, কাজল কান্তি বিশ্বাস, আঃ সালাম কেরু, সহকারী মেডিকেল অফিসার মৃন্ময় মন্ডল, এমডিভি সুপারভাইজার মামুন হাসানসহ স্বাস্থ্য পরিদর্শক, ১০টি ইউনিয়নের সহকারী স্বাস্থ্য পরিদর্শক উপস্থিত ছিলেন।

১৭ জানুয়ারি মাইক্রোপ্লান, ১৮ জানুয়ারি এসিএস ট্রেনিং এবং ১৯-২৩ জানুয়ারি পর্যন্ত উপজেলা জেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় একযোগে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।