পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশব্যাপী বিএনপি জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। শনিবার (১০ ডিসেম্বর)কালে বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বাজার চৌরাস্তা মোড়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরণ সাধু, যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, শেখ জিয়াদুল ইসলাম, শাহজাদা মোঃ আবু ইলিয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, আওয়ামী লীগনেতা মহসিন সরদার, জিএম ইকরামুল ইসলাম, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, পঞ্চানন সানা, যুবলীগনেতা এসএম শামছুর রহমান, আব্দুর রাজ্জাক রাজু, আজিবার রহমান, জগদীশ চন্দ্র রায়, শেখ আবুল কালাম আজাদ, রাজু শেখ, মিজানুর রহমান, নাজমা কামাল, খুকু মনি, আশরাফুল ইসলাম রাবু, ছাত্রলীগনেতা পার্থ প্রতীম চক্রবর্তী ও রায়হান পারভেজ রনি।