UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় আবারও চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

koushikkln
মে ১০, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় আবারও চিংড়িতে অপদ্রব্য পুশ করার অভিযোগে ৭৭ কেজি পুশকৃত চিংড়ি জব্দ এবং ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সোমবার (১০মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নির্দেশনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস মৎস্য আড়ৎদারী মার্কেটে অভিযানে যান।
এ সময় ইমন ফিসে পুশকৃত চিংড়ি ক্রয়-বিক্রয় করার সময় ৭৭ কেজি অপদ্রব্য পুশকৃত চিংড়ি জব্দ করেন। পরে জব্দকৃত চিংড়ি উপজেলা নির্বাহী অফিসার এলাকার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন। একই সাথে পুশকৃত চিংড়ি ক্রয় করার অপরাধে চিংড়ি ব্যবসায়ী সোনাতনকাটী গ্রামের নাজমুল মোড়লের ছেলে এরশাদ মোড়ল (৩০) কে ২০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী মৎস্য অফিসার এসএম শহীদুল্লাহ, পেশকার প্রতুল জোয়াদ্দার, ক্ষেত্র সহকারী রণধীর সরকার, মৃদুল সরদার ও ম্যাকানিক মঞ্জুরুল ইসলাম।