পাইকগাছা(খুলনা) প্রতিনিধি : এবার পাইকগাছার সেই আলোচিত এনএসবি ইটভাটা জবর দখলের অভিযোগে মানববন্ধন করলো পাওনাদাররা। রোববার সকালে বোয়ালিয়া মোড় সংলগ্ন প্রধান সড়কে মানববন্ধন করেন ভাটার পাওনাদাররা। স্থানীয় ছাত্রলীগ যুবলীগসহ এলাকাবাসী মানববন্ধনে অংশ নিয়ে জবর দখল ঘটনার প্রতিবাদ জানান। ইটভাটাটি উদ্ধারে সংশ্লিষ্ট থানা পুলিশ ও প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করেন। শাহজাহান সরদারের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন শেখ সোহরাওয়ার্দী, অহেদুজ্জামান মোড়ল, আজিবার রহমান, রফিকুল সরদার, জামশেদ হোসেন মুন্না, জাফর, ইকবাল সরদার, মেহেদী হাসান নান্টু, ছাত্তার সরদার ও ইকবাল হোসেন।
উল্লেখ্য উপজেলার গদাইপুর ইউনিয়নের পুরাইকাটী মৌজার এনএসবি নামে আলোচিত ইটভাটাটি ইতোপূর্বে পুরাইকাটী গ্রামের শাহিনুর রহমান মালিকানা হিসেবে পরিচালনা করে আসছিল। চলতি মৌসুম থেকে বাতিখালী গ্রামের মিরাজুল ইসলাম মিরাজ, বান্দিকাটী গ্রামের মুজিবর রহমান, সরল গ্রামের শেখ আব্দুল কুদ্দুস, সোহরাব আলী গাজী ও আলমতলা গ্রামের হাবিবুর রহমান সানা যৌথ ভাবে পরিচালনা করছে। তারা এনএসবি নাম পরিবর্তন করে বর্তমানে ফাইভ স্টার নাম দিয়েছে ইটভাটাটির। আলোচিত এ ইটভাটা নিয়ে শাহিনুর রহমানের পক্ষে এর আগে বিভাগীয় কমিশনার খুলনা, খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ও খুলনা জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে প্রতিপক্ষদের বিরুদ্ধে লিখিত অভিযোগ এবং সংবাদ সম্মেলন করেছে। যদিও বর্তমানে যারা দখলে আছেন তারা ও পাল্টা সংবাদ সম্মেলন করে নিজেদের বৈধতা দাবি করেছে।এদিকে ইটভাটা সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশের পক্ষ থেকে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে, পাশাপাশি আগামী ২০ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর খুলনা।