পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় বারি-৩৩ গম প্রদর্শনীর উপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গত রোববার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের ষষ্ঠীতলা বাজারে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কৃষক মাঠ দিবসের আয়োজন করে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক কৃষিবিদ কাজী জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ ফরিদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বক্তব্য রাখেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজান আলী, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বিশ^জিৎ দাশ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উত্তম কুমার কুণ্ড, ডল্টন রায়, আবুল কালাম আজাদ, সরাজ উদ্দীন মোড়ল, শেখ তোফায়েল আহমেদ তুহিন, ইয়াছিন আলী খান, এনামুল হক ও আফজাল হুসাইন।
অনুষ্ঠানে বক্তারা জিংক সমৃদ্ধ উচ্চ ফলনশীল বারি-৩৩ জাতের গম এর বিভিন্ন গুনাগুণ তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে পতিত জমিতে সূর্যমুখী, সরিষা ও শাকসবজি আবাদের জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান। এর আগে অতিথিবৃন্দ রাড়ুলী, কপিলমুনি, হরিঢালী, গদাইপুর ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ফসলের বর্তমান অবস্থা সহ পতিত জমিতে আবাদকৃত সরিষা, সূর্যমুখী ও শাকসবজির ক্ষেত পরিদর্শন করেন।