UsharAlo logo
বুধবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ

ঊষার আলো
মার্চ ১৯, ২০২১ ১০:৪৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার লতা ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল, টর্চ লাইট ও বাঁশিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল সহ এসব সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। ইউপি চেয়ারম্যান চিত্ত রঞ্জন মন্ডলের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দিন ফিরোজ বুলু। উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিশ্বজিৎ শীল, ইউপি সচিব জাভেদ ইকবাল ও সহকারী সচিব লিপিকা ঘোষ। অনুষ্ঠানে ইউনিয়নের ১০জন গ্রাম পুলিশকে বাইসাইকেল, টর্চ লাইট ও বাঁশি সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।

(ঊষার আলো-এমএনএস)