UsharAlo logo
রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় চতুর্থ দিনের লকডাউন কার্যকর করতে প্রশাসনের তৎপরতা

ঊষার আলো
এপ্রিল ১৭, ২০২১ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় দ্বিতীয় দফার চতুর্থ দিনের লকডাউন কার্যকর করতে তৎপর ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও এসিল্যান্ড মোঃ শাহরিয়ার হক। উপজেলা প্রশাসনের এ দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট শনিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বোয়ালিয়া মোড়, জিরো পয়েন্ট, আদালত এলাকা, মৎস্য আড়ৎদারি মার্কেট এলাকা, পোনা মার্কেট এলাকা, কাপড় পট্টিসহ পৌর সদরের বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় সরকারি নির্দেশনা উপেক্ষা করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান খুলে রাখায় এবং স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় কয়েক জনকে জরিমানা করা হয়। এর আগের দিন গভীর রাতে ইউএনও খালিদ হোসেন উপজেলা সদরের বিভিন্ন স্থানে টহল দিয়ে লকডাউন কার্যকর করেন। এসময় উপস্থিত ছিলেন পেশকার দিপঙ্কর প্রসাদ মল্লিক ও প্রতুল জোয়াদ্দার।

(ঊষার আলো-এমএনএস)