পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা থানা পুলিশ চুরি মামলার সন্দেহে ৩ আসামিকে আটক করেছে। আটক আসামিরা হলেন উপজেলার গদাইপুর গ্রামের কাবুল গাজীর ছেলে আলমগীর গাজী(৩০) আমির আলী গাজীর ছেলে খায়রুল গাজী(২৫) ও শহিদুল গাজীর ছেলে রুবেল গাজী(২২)।
ওসি এজাজ শফি জানান, গত ৯ এপ্রিল সন্ধার পর রাতের যেকোন সময়ে আটক সন্দিগ্ধ আসামীরা দোকানের শার্টার ও তালা ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকর চুরি করে পালিয়ে যায় বলে ধারণা করছি। চুরির এ ঘটনায় থানায় মামলা হয়। যার নং-১২, তাং-১১/০৪/২১।
(ঊষার আলো-এমএনএস)