পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ইঞ্জিন চালিত এক ট্রলার চালককে জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে কপোতাক্ষ নদে অভিযান চালিয়ে রাড়ুলী ইউনিয়ন পরিষদ ঘাট এলাকা থেকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের ছাত্তার গাজীর ছেলে ট্রলার চালক মহাসিনকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভ্যন্তরীন নৌ চলাচল অধ্যাদেশ আইন ভঙ্গের অভিযোগে আটক ট্রলার চালক মহাসিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন পেশকার দীপংকর প্রসাদ মল্লিক।
(ঊষার আলো-এমএনএস)