UsharAlo logo
বুধবার, ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় নারী ও যুবদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ

koushikkln
আগস্ট ২৫, ২০২২ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় নারী ও যুবদের নিয়ে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে প্রেসক্লাব মিলনায়তনে হেলভেটাস এর অর্থায়নে সুশীলন ও ডরপ কর্তৃক বাস্তবায়িত পানিই জীবন ফেইজ-০৩ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রশিক্ষণে উপজেলার রাড়–লী ও কপিলমুনি ইউনিয়নের যুব ও নারীদের মধ্যে দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষণে রিসোার্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জি এম বাবলুর রহমান। বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। প্রশিক্ষণ সঞ্চালনা করেন, পানিই জীবন প্রকল্পের আওতায় সুশীলনের প্রজেক্ট ম্যানেজার কাজী তোবারক হোসেন, হেলভেটাস বাংলাদেশের টেকনিক্যাল অফিসার মুসরাত হাসান ইমন, সহ টেকনিক্যাল অফিসার তাপস কুমার দাশ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার বিপ্লব কুমার মন্ডল।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের দল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয় যেমন দল কি? দলের গঠন প্রক্রিয়া,দলের দায়িত্ব-কর্তব্য,্একটি ভাল দলের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, লিডার বা নেতা কাকে বলে? একজন ভাল নেতার কিকি গুণাবলী থাকা দরকার, দলীয় সভা ব্যবস্থাপনা সহ নেতা ও নেতৃত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।