পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিলেটের সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে সনাতন ধর্মালম্বীদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, প্রাণকৃষ্ণ দাশ, সুনীল চন্দ্র মন্ডল, সাবেক ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, বাবুরাম মন্ডল, হেমেশ মন্ডল, শিক্ষক সুকৃতি মোহন সরকার, বি. সরকার, স্নেহেন্দু বিকাশ, পঞ্চানন সানা, দীপক মন্ডল, জগদীশ রায়, গৌরঙ্গ মন্ডল, পিযুষ সাধু, বিজন বাওয়ালী, রামপ্রসাদ সানা, উজ্জ্বল, সঞ্জীব রায় ও জগন্নাথ দেবনাথ।
(ঊষার আলো-এমএনএস)