পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের লক্ষে ভ‚মি অধিগ্রহণের জন্য নতুন জায়গা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে নির্ধারিত জায়গা পরিদর্শন করেছেন ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
জেলা শহর থেকে ৭০ কিলোমিটার দূরত্বে অত্র উপজেলার অবস্থান হওয়ায় অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতিরোধে তেমন কোন কার্যকর ব্যবস্থা নেই। যার ফলে এলাকাবাসী অত্র এলাকায় ফায়ার সার্ভিস স্থাপনের জন্য দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিল। এলাকাবাসীর দাবীর প্রেক্ষিতে ইতোমধ্যে পৌরসভার শিববাটী মৌজায় ট্রেনিং সেন্টারের পাশে জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু জমির মালিকরা আদালতে মামলা করলে মামলায় জমির মালিকদের অনুকুলে আদেশ প্রদান করায় অধিগ্রহণ প্রক্রিয়া বাতিল হয়ে যায়।
অবশেষে জেলা সমন্বয় কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম বিষয়টি উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনরায় অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেয়। সিদ্ধান্ত মোতাবেক মঙ্গলবার সকালে লস্কর ইউনিয়নের চকবগুড়া মৌজায় পাইকগাছা কয়রা সড়কের কৃষি কলেজ সংলগ্ন স্থানে ভ‚মি অধিগ্রহণের জন্য এক একর জায়গা প্রাথমিকভাবে চ‚ড়ান্ত করা হয়।
নির্ধারিত জায়গা পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এ সময় উপস্থিত ছিলেন, লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন।