UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার পাচ্ছেন প্রায় ৫ হাজার কৃষক

pial
অক্টোবর ৩০, ২০২২ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ২০২২-২৩ অর্থ বছরে রবি/২০২২-২৩ মৌসুমে গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার কৃষি প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এক সভা রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

ইউএনও মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, সহকারী সমবায় কর্মকর্তা জিএম জাকারিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, এনজিও প্রতিনিধি তাহজিবুল ইসলাম সবুজ ও কৃষক প্রতিনিধি শেখ অহেদুজ্জামান। সভায় প্রণোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ৪ হাজার ৭৪০জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়।

(ঊষার আলো-এফএসপি)