পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর পক্ষ থেকে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে পৌর সদরের উম্মে হাবিবা (রাঃ) মহিলা মাদ্রাসার ছাত্রীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন মাদ্রাসার প্রধান উপদেষ্টা ও পৌরসভার প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু।
এ সময় উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি প্রাক্তন শিক্ষক শেখ আব্দুল গফফার, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, মাদ্রাসার সহ-সভাপতি সাংবাদিক মুজিবর রহমান মল্লিক, মুফতি মাওঃ হাফিজুর রহমান ও মাওঃ শেখ সাকিব রাহাত।