UsharAlo logo
মঙ্গলবার, ৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাইকগাছায় সড়ক দুর্ঘটনা রোধে উপজেলা চেয়ারম্যানের সাথে নিসচা’র মতবিনিময়

koushikkln
আগস্ট ১১, ২০২২ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সড়ক দুর্ঘটনা রোধ কল্পে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকালে নিজ কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু’র সাথে মতবিনিময় করেন। এ সময় সড়ক দুর্ঘটনা রোধ কল্পে এলাকার গুরুত্বপূর্ণ সড়কের যানজট নিরসন, পৌর সদরের প্রধান সড়কে বাস পার্কিং করা বন্ধ, বাধ্যতামূলক হেলমেট ব্যবহার, ইজিবাইকের ডানপাশের জানালা বন্ধ করা সহ সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে সহায়তা প্রদান সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নিসচা উপজেলা শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাংবাদিক এসএম আলাউদ্দীন সোহাগ, ইউপি সদস্য মেরী রানী সরদার, মাসুম বিল্লাহ, মিনারুল ইসলাম, পরিবহন প্রতিনিধি আগস্টিন সরকার।