পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা-খুলনা সড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে সরলীকরণের জন্য মোড়ের পাশের বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। প্রায় সাড়ে ৩শ কোটি টাকা ব্যয়ে পাইকগাছা-খুলনা সড়কের বেতগ্রাম-আঠারো মাইল থেকে কয়রা পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজ চলমান রয়েছে।
সড়কে অসংখ্য বাক থাকায় প্রতিনিয়ত ঘটে দূর্ঘটনা, ঝুঁকি নিয়ে চলাচল করে যানবাহন। ফলে উন্নয়ন কাজের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো বাক সরলীকরণ। সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী ৩৯টি বাক সরলীকরণ করার কথা রয়েছে। অত্র উপজেলার আগড়ঘাটা বাজার এলাকায় দুটি মোড় রয়েছে। মোড় দুটি অত্যান্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় সরলীকরণ করার উদ্যোগ নিয়েছেন সড়ক ও জনপথ বিভাগ। মোড়ের পাশে অবৈধ স্থাপনা থাকায় সরলীকরণ কাজ বাঁধাগ্রস্থ হচ্ছিল।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) মোড়ের পাশের অবৈধ স্থাপনা স্কেভেটর মেশিন দিয়ে উচ্ছেদ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর নির্দেশনায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন।