UsharAlo logo
মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পাটকল চালুর দাবিতে দিঘলিয়ায় মানববন্ধন

usharalo
মার্চ ৮, ২০২১ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : রাষ্ট্রয়ত্ত পাট কলের বদলি, অস্থায়ী ও দৈনিক ভিত্তিকসহ সকল শ্রমিকদের বকেয়া ও রাষ্ট্রয়ত্ত পাটকল আধুনিক করন করে চালুর দাবিতে স্টার জুট মিল ্একনাম্বার গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সোমাবার (০৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রয়ত্ত পাট কলের বদলি, অস্থায়ী ও দৈনিক ভিত্তিক নিয়োগকৃত শ্রমিকদের আঞ্চলিক কমিটি এ কর্মসূচীর আয়োজক।

মানববন্ধনে বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, সংগঠনের উপদেষ্টা, প্লাটিনাম ইমপ্লয়েজ ইউনিয়নের সাবেক সভাপতি মোঃ খলিলুর রহমান। সভাপতিত্ব করেন বদলি শ্রমিকদের আঞ্চলিক কমিটির আহ্বায়ক মোঃ ইলিয়াস হোসেন। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শহিদুল ইসলাম গিয়াস, কারাবরণকারী নেতা নুরুল ইসলাম, ঈসা গাজী, আবুল বাশার, হামজা গাজী, আঃ রাজ্জাক, মোঃ ইউসুফ হোসেন, শফিকুল ইসলাম, মনির হোসেন, আলমগীর হোসেন, সুজন, বাচ্চু ব্যাপারী, রাজু শেখ, লাখী বেগম, আলতাপ হোসেন, আঃ সালাম, মর্জিনা বেগম, সুফিয়া বেগম, তাসলিমা বেগম প্রমুখ।