খবর বিজ্ঞপ্তি : দাকোপ উপজেলার পানখালী ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ উপলক্ষে বাজেট সভা অনুষ্ঠিত হয়।
পানখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সাব্বির আহমেদ। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) গালিব মাহমুদ পাশা, বীর মুক্তিযোদ্ধা নীশিকান্ত গোলদার।
উপস্থিত ছিলেন ইউপি সদস্য এসএম শহিদুল ইসলাম, ইদ্রিস আলী সবুজ, মো. মাসুদুল আলম, মো. হামজালা শেখ, খোরশেদ শেখ, আনন্দ মোহন সরদার, সাইদুর রহমান সউদ, রাশেদুল ইসলাম বাবু, সংরক্ষিত নারী ইউপি সদস্য সাবিনা ইয়াসমিন, কহিনুর বেগম, শিউলী পারভীন, আওয়ামী লীগ নেতা নির্মল চন্দ্র সরদার, গাজী আব্দুর রহিম, অমল কৃষ্ণ সরদার, সুধাংশু শেখর রায়, অবসারপ্রাপ্ত শিক্ষক জগদীশ চন্দ্র মণ্ডল প্রমূখ। বাজেট ঘোষণা করেন পানখালী ইউনিয়ন পরিষদ সচিব মো. শামীমুজ্জামান শেখ।
এসময় ইউপি সচিব অর্থবছরের বাজেট সভায় মোট আয় ৩ কোটি ১ লাখ ৩৬ হাজার ২৮০ টাকা, ব্যয় ৩ কোটি ৮২ হাজার ৫৪৪ টাকা ও উদ্বৃত্ত ৫৩ হাজার ৭৩৬ টাকা উল্লেখ করেন।
(ঊষার আলো-এফএসপি)