UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পানির নিচে প্রাচীন শহর

usharalodesk
মে ২৭, ২০২১ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : চীনের ইউনান প্রদেশের ফুক্সিয়ান লেকে ২০০৬ সালের ১৩ জুন লেকের নিচে প্রচুর পাথর বসানো রহস্যময় ভাস্কর্য এবং প্রাচীন ভবনের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন প্রত্নতত্ত্ববিদেরা।

ফুক্সিয়ান লেকে ইউয়ান শহর বা প্রাচীন দিয়ান রাজবংশের রাজধানী ডুবে গিয়েছিল ধারণার সেই ওপর ভিত্তি করে আগের অনুসন্ধানটি করা হয়। তবে দ্বিতীয় অনুসন্ধানে সে ধারণার বিপরীত প্রমাণ পাওয়া যায়, কারণ ভবনগুলো পাথর দ্বারা নির্মিত। তবে দিয়ান বা ইউয়ান শহর কাঠ এবং মাটি দিয়ে নির্মাণ করা হয়েছিল।

১৪ বছর আগের এই আবিষ্কার বলেই দিচ্ছে যে, বহু আগে সভ্য মানুষেরা এসকল জাঁকজমকপূর্ণ স্থাপত্য নির্মাণ করেছিলেন। তাছাড়া ঐতিহাসিক নথি অনুসারে এ এলাকায় ইউয়ান নামের শহরে খ্রিষ্টপূর্ব ২০৬ হতে ২৪ খ্রিস্টাব্দ পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় হান রাজবংশের শাসন চলে। পরে ৫৮৯-৯০৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ছিল সুই এবং তাং রাজবংশের শাসন। কিন্তু স্থানীয় কিংবদন্তি বলে, ইউয়ান শহরটি ফুক্সিয়ান লেকে তলিয়ে যায়।

কিন্তু সুই এবং তাং রাজবংশের পর শহরটির ঐতিহাসিক নথি বিলীন হয়ে যায়। পানির তলদেশে এতবড় স্থাপত্যের কোনো প্রকার ঐতিহাসিক নথি না থাকায় সকলেই বিস্মিত।

অন্যদিকে শব্দতরঙ্গের সাহায্যে করা এক অনুসন্ধান থেকে জানা যায়, ফুক্সিয়ান লেকের গভীরে সেই স্থাপত্যগুলো প্রায় ২ দশমিক ৪ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে। যা হান রাজবংশের রাজধানীর চেয়ে বেশ বড়।

সেসব স্থাপত্যগুলোর মধ্যে একটি দেখতে অনেকটা পিরামিডের মতো। মিসরীয় পিরামিডের চেয়েও যেটি অনেক উন্নত। আর পাথরগুলো নানা নকশা এবং প্রতীক দিয়ে অলঙ্কৃত করা। পাথরের গায়ে খোদাইগুলো এক ধরনের হেঁয়ালিতে ভরা রহস্যময়। এসব পাথরের একটির ওপর সূর্যের সাদৃশ্য খোদাই দেখতে পাওয়া যায়। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, সূর্যের আকারের এই খোদাই খুবই বিরল। এমন প্রতীক ১ হাজার ৮০০ বছরেরও বেশি প্রাচীন বলে ধারণা করা হচ্ছে।

(ঊষার আলো-এফএসপি)