বিদেশ ভ্রমণের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলো পাসপোর্টে ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট বা সংযুক্তি করতে চাইলে সর্বোচ্চ ৩০০ টাকা ফি বা চার্জ নিতে পারবে। এনডোর্সমেন্ট ফি বা চার্জ ব্যতীত কোনো সার্ভিস ফি বা চার্জ বা কমিশন বা অনুরূপ যেকোনো নামে অতিরিক্ত কোনো ফি বা চার্জ কিংবা কমিশন আদায় করা যাবে না।
রোববার বাংলাদেশ ব্যাংক এই ফি নির্ধারণ করে দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তফসিলি ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা বিক্রির সময় বিভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও চার্জ এবং অতিরিক্ত সার্ভিস ফি বা কমিশন নিচ্ছে। অতিরিক্ত ফি আদায় করায় ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা কিনতে নিরুৎসাহিত হন গ্রাহকরা।
এ কারণে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা কিনতে উৎসাহিত করতে প্রথমবারের মতো পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
ঊষার আলো-এসএ