পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (কোভিড ১৯ ) করোনা ভ্যাকসিন সংকটের কারণে অনেকেই টিকা দিতে না পেরে হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন। হাসপাতাল সূত্রে জানা যায় দ্বিতীয় পর্যায় কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র ১হাজার করোনার টিকা বরাদ্দ পায়। যা দুটি ডোজ হিসাবে ৫শত জন মানুষকে দেয়া যাবে। যা গত মঙ্গলবার ৫শত মানুষকে টিকা দেওয়ার কাজ শেষ হয়ে গেছে। কাউখালী হাসপাতাল এখন করোনার টিকার চরম সংকটে। করোনার ভ্যাকসিন গ্রহণ করার জন্য হাসপাতালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ছিল গতকাল বৃহস্পতিবারও উপচে পড়া ভিড়। হাসপাতাল কর্তৃপক্ষ শত চেষ্টা করেও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে পারেনি এসময়। টিকা না পেয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, খুব শীঘ্রই টিকা পাওয়া যাইবে। নতুন টিকা আসলে বিধি মোতাবেক সকল কে দেওয়া হবে।