UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পিরোজপুরের কাউখালীতে ছাত্রলীগ নেতা জিতুর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন

ঊষার আলো
এপ্রিল ১২, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও কাউখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তরিকুল ইসলাম জিতু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করেন। উপজেলার সব ইউনিয়নে মহামারী করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কর্মহীন অসহায় মানুষের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন
করেন। এসময় উপজেলার প্রায় ১ হাজার মানুষের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আশিকুল ইসলাম কলিন্স, সাবেক উপ সমাজ সেবা সম্পাদক ইব্রাহীম হোসেন রাব্বি, চিরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আল আমিন ফরাজী, উপজেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম,মেহেদী হাসান মৃদুল, ইসতিয়াক আহমেদ অভি, রাকিব হাওলাদার, আরিফ হোসেন, সৌরভ খাসকেল, শেখ জালিজ তোহা, হাফিজুর আদিব, আমরাজুড়ি ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোরসালিন, মুরাদ, রাকিব, সানি প্রমুখ। এ বিষয়ে জিতু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জননেতা আলহাজ¦ ইসাহাক আলী খান পান্না’র নির্দেশে আমরা উপজেলা ছাত্রলীগ অসহায় গরীব ও কর্মহীন মানুষের মাঝে এ উপকরন বিতরন অব্যাহত রাখব ও আমাদের মত এলাকার বৃত্তবানদের আহবান জানাব তারা যেন অসহায় গরীব মানুষের পাশে দাড়ায়।

 

(ঊষার আলো-আরএম)