UsharAlo logo
সোমবার, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুঁজিবাজারে সূচকের পতন অব্যাহত

pial
এপ্রিল ১৮, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় সোমবার (১৮ এপ্রিল) টানা পতন অব্যাহত ছিল। আজ লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত বাজার ঘুরে দাঁড়াতে পারেনি। কাজে লেনদেন আগের দিনের চেয়ে নিম্মমুখি অবস্থানে রয়েছে।

ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৭২ পয়েন্ট পতনের পর ছয় হাজার ৪৮২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই-৩০ সূচক ২৫ পয়েন্ট কমে অবস্থান করছে দুই হাজার ৪০৯ পয়েন্টে, ডিএসইএস শরীয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৪২৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে ৩৮০ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। তার মধ্যে দর বেড়েছে ১৪টির ও কমেছে ৩৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। দিন শেষে ডিএসইতে লেনদেন হয় ৩৯০ কোটি ৩৮ লাখ টাকা। আর আগের দিন লেনদেন হয়েছিল ৩৯৩ কোটি ৯৭ লাখ টাকা।

অপরদিকে বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স ১০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১ হাজার ৪৭৭ পয়েন্টে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৩০ পয়েন্টে, সিএসই৫০ সূচক ১২ পয়েন্ট কমে এক হাজার ৪২৪ পয়েন্টে ও সিএসআই সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৫ পয়েন্টে।

সিএসইতে মোট ২৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টির ও কমেছে ২২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। দিন শেষে সিএসইতে ৩৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)