UsharAlo logo
বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

পোষা কুকুরের জন্য বিমানের বিজনেস ক্লাসের সব টিকিট কিনলেন মনিব

usharalodesk
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : কুকুর ও মনিবের ভালোবাসা নিয়ে অনেক গল্পই প্রচলিত রয়েছে। কিন্তু সেখানে বেশিরভাগ ক্ষেত্রেই মনিবের প্রতি তার পোষ্যর ভালোবাসা প্রকাশ পায়। তবে এবার দেখা গেলো, পোষা কুকুরের প্রতি মনিবের ভালোবাসা।

এক ব্যক্তি নিজের মালটিস স্নোয়ি ফারবল প্রজাতির কুকুরের জন্য একটি বিমানের পুরো বিজনেস ক্লাসের টিকিট কাটলেন। আর এর জন্য তিনি খরচ করেছেন প্রায় আড়াই লাখ রুপি।

এই ঘটনাটি ভারতের। দেশটির বিমান সেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শুধু এয়ার ইন্ডিয়া যাত্রীদের সাথে কেবিনে পোষা প্রাণী রাখার অনুমতি দেয়। তাও আবার একসাথে দু’টির বেশি নয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, গত বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৯টায় মুম্বাই থেকে চেন্নাইগামী এয়ার ইন্ডিয়ার এআই-৬৭১ বিমানটির বিজনেস ক্লাসের সবকটি টিকিট কেটে ফেলেন সেই ব্যক্তি। এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসের ১২টি টিকিটই ক্রয় করেন তিনি। আর এই প্রতিটি টিকিটের মূল্য ২০ হাজার রুপি।

পোষা প্রাণীর জন্য মনিবের ভালোবাসার ঘটনা নতুন নয়। কিন্তু ভারতে এবারই প্রথম এমন ঘটলো। স্থানীয় মিডিয়ায় ঘটনাটা প্রকাশের পর বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)