UsharAlo logo
রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রধান নির্বাচন কমিশনার খুলনা আসছে কাল

usharalodesk
মে ২৮, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল তিন দিনের সফরে আগামীকাল (২৯ মে) খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ৩০ মে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় প্রধান অতিথি এবং বিকাল সাড়ে তিনটায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ৩১ মে সকাল ১০টায় খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। দুপুরে প্রধান নির্বাচন কমিশনার ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।