পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি পাইকগাছা উপজেলা শাখা’র ত্রি-বার্ষিক কাউন্সিল শনিবার সকালে শহিদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক আশুতোষ কুমার মন্ডলের সভাপতিত্বে কাউন্সিল এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা। অনুষ্ঠিত কাউন্সিল এ সর্বসম্মতিক্রমে প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ রায়কে সভাপতি ও মোঃ নুরুজ্জামানকে সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান, আনোয়ারা খাতুন, সহ-সভাপতি দ্বীজেন্দ্র নাথ মৃধা, এসএম শফিকুল ইসলাম, খলিলুর রহমান, রফিকুল ইসলাম, ডিএম শফিকুল ইসলাম, কালি দাশ রায়, আব্দুল হাকিম, জয়া রানী দাশ, নাজিরা আক্তার, সেলিনা পারভীন, জাহানারা খাতুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আকলিমা খাতুন, অলোক মৃধা, যুগ্ম সম্পাদক নিতাই পদ মিস্ত্রী, ছন্দা ঘোষ, কোষাধ্যক্ষ সুপদ কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সৌরভ রায়, ক্রীড়া সম্পাদক অজয় রায়, সহ-সাংগঠনিক সম্পাদক ছবুর শেখ, আইসিটি সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক দীলিপ কুমার রায়, সহ-দপ্তর সম্পাদক যুগল কান্তি মিস্ত্রী, মহিলা বিষয়ক সম্পাদক খালেদা খাতুন, বিজন কান্তি বিশ^াস, শেখর চন্দ্র রায়, নজরুল ইসলাম ও পরেশ চন্দ্র ঘোষ।