ঊষার আলো ডেস্ক : ডিম, মাংস ও দুধের উৎপাদন খরচের চেয়ে বাজার মূল্য কম হওয়ায় ন্যায্যমূল্যের দাবিতে আগামী ১ সেপ্টেম্বর ২০২২ বৃহস্পতিবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলা ১২টায় সমাবেশ, মিছিল ও প্রধানমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান অনুষ্ঠান সফলের লক্ষ্যে আজ ৩০ আগস্ট মঙ্গলবার দুপুর ২টায় বিপিআইএ-এর খুলনা বিভাগীয় কমিটি ও খুলনা পোল্ট্রি ফিশ ফিড শিল্প মালিক সমিতি’র এক জরুরী নগরীর ডালমিল মোড়স্থ নিজস্ব কার্যালয়ে সংগঠনের সভাপতি মওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় নেতা ও খুলনার মহাসচিব প্রাণিপ্রেমী এস এম সোহরাব হোসেনের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি সহ-সভাপতি সৈয়দ মোঃ বেলাল হোসেন, মোঃ জাফর, প্রফুল্ল কুমার রায়, এইচ এম সিদ্দিকুর রহমান, শেখ রেজানুল ইসলাম, মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম মহাসচিব আলহাজ্ব মোঃ আরিফুর রহমান বাবু, আলহাজ্ব এস এম হাফিজুর রহমান লিপু, কোষাধ্যক্ষ আলহাজ্ব মামুনুর রহমান, সাংগঠনিক সম্পাদক হেলালুজ্জামান তালুকদার, প্রচার সম্পাদক শেখ আব্দুল হালিম, সঞ্চয় ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, নির্বাহী সদস্য শাহ জাফর মাহমুদ মেহেতা, মোঃ আব্দুল আহাদ, শেখ আইনুল হক প্রমুখ। উল্লিখিত কর্মসূচি সফলের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল জেলার বাগেরহাট সদর, মোড়েলগঞ্জ, কচুয়া, ফকিরহাট, শরণখোলা, চিতলমারী, মোংলা, বটিয়াঘাটা, ডুমুরিয়া, ফুলতলা, দিঘলিয়া, রূপসা, তেরখাদা, পাইকগাছা, কয়রা, সাতক্ষীরা সদর, কালীগঞ্জ, কলারোয়া, শ্যামনগর, দেবহাটা, আশাশুনি, মুন্সিগঞ্জ, নড়াইল সদর, কালীয়া, নড়াগাতী উপজেলার প্রান্তিক পর্যায়ের খামারী-ব্যবসায়ীরা উপস্থিত থেকে কর্মসূচি সফল করবেন বলে সভায় জানানো হয়।