UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রফেসর কবি আবুবকর সিদ্দিকের নামাজে জানাযা নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ২৮, ২০২৩ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক এ্যাসোসিয়েট প্রফেসর, মানুষের মুক্তি সংগ্রামের আজীবন লড়াকু শব্দ সৈনিক কবি আবুবকর সিদ্দিকের মৃত্যুতে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বৃহস্পতিবার বাদ জোহর সিটি মেয়র শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত মরহুমের নামাজে জানাযায় অংশগ্রহণ করেন এবং মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

অপর এক শোক বার্তায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ চঞ্চল-এর পিতা আলহাজ্ব জয়ন উদ্দিন মল্লিক-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সাম্যবাদী দল (এম এল) এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলা কমিটির সম্পাদক কমরেড এফ এম ইকবাল-এর মেঝ কন্যা সুমাইয়া আক্তার মৌ-এর অকাল মৃত্যুতেও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক প্রকাশ করেছেন। শোক বার্তায় সিটি মেয়র মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।