UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

প্রয়াত এমপি সুজার জন্মদিনে ইভান স্পোর্টিং ক্লাবের দোয়া ও আলোচনা সভা

koushikkln
সেপ্টেম্বর ৩, ২০২২ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

তেরখাদা প্রতিনিধি: তেরখা`v উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের ইছামতি এলাকায় ইভান স্পোর্টিং ক্লাবে প্রয়াত এমপি মোস্তফা রশিদী সুজার জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে। ইভান স্পোর্টিং ক্লাবের আয়োজনে শনিবার (০৩ সেপ্টেম্বর) মাগরিব নামাজ বাদ ইভান স্পোটিং ক্লাবে ইউপি সদস্য মোঃ শেখ মনজুরুল আলমের সভাপতিত্বে ক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক শেখ শফিউল আজম স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোঃ এনায়েত ফেরদৌস।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ অলিয়ার রহমান শেখ ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা মন্টু,ছাগলাদাহ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক শেখ সন্ধান হাসান রাব্বি,রাবু আহমেদ, আহমেদ আলী শেখ, সাজিদ শেখ,আবেদ সেখ, ফরহাদ মোল্লা,কাকা মিয়া,রাশিদুল,জাহিদুর রহমান নান্টু,শেখ দাউদ, শেখ আশরাফুল, মুরাদ শেখ সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য সামাজিক ব্যক্তিবর্গ।
এসময় প্রয়াত এমপি মোস্তফা রশিদী সুজার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মোহাম্মদ রাজিবুল ইসলাম।