UsharAlo logo
রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মসজিদের ইমামের

usharalodesk
ডিসেম্বর ১৯, ২০২২ ১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : গোপালগ‌ঞ্জের কা‌শিয়ানী‌তে প্রাইভেট কারের ধাক্কায় হেদায়েত উল্লাহ (২০) নামে মসজিদের এক ইমাম নিহত হয়েছেন। সোমবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমাম হেদায়েত উল্লাহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ডোমরাকান্দি গ্রামের এনায়েত উল্লাহর ছেলে। তিনি ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) আবু নাইম মোজাম্মেল হক।

তিনি বলেন, হেদায়েত উল্লাহ মোটরসাইকেলে করে ফুকরা সরদার পাড়া মসজিদ থেকে ভাটিয়াপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় চাপ্তা রাখী এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেট কার পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঊষার আলো-এসএ