UsharAlo logo
শুক্রবার, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রয়াত কাওসার জমাদ্দারের পরিবারের পাশে সাবেক এমপি মঞ্জুসহ বিএনপি নেতৃবৃন্দ

koushikkln
অক্টোবর ৫, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : মরহুম কাওসার আলী জমাদ্দার ছিলেন একজন জননন্দিত নেতা। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ বাংলাদেশী জাতীয়তাবাদের পক্ষে জনমত সুসংগঠিত করতে আজীবন সংগ্রাম করেছেন। তিনি বিএনপির পরীক্ষিত সৈনিক। তার অনুপস্থিতিতে দল একজন নিবেদিত কর্মীকে হারাল। স্বৈরশাসক বিরোধী আন্দোলন বেগবান করে শোকাহত কর্মীদের নবজাগরণের সৃষ্টি করতে হবে।

বুধবার (৫ অক্টোবর) বিকেলে সদ্য প্রায়ত খুলনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি, ফুলতলা উপজেলার সাবেক সভাপতি জনপ্রিয় নেতা মরহুম কাওসার আলী জমাদ্দার এর বাসভবনে গিয়ে পরিবারকে সান্তনা দেয়ার সময় দলের নগর শাখার সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু উপরোক্ত কথাগুলে বলেন।

এসময় উপস্থিত ছিলেন শেখ ইকবাল হোসেন, এড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, সিরাজুল হক নান্নু, শেখ জামিরুল ইসলাম জামিল, সোলায়মান হোসেন প্রমুখ। এসময় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

এর আগে দুপুর ১২টার দিকে নগরীর বড় বাজারে আগুন লাগার সংবাদ পেয়ে ছুটে যান নজরুল ইসলাম মঞ্জু। সেখানে অগ্নিকাÐে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সাথে কথা বলেন। তাদের বিপদের সময় পাশে থেকে সব কিছু শুনে শান্তনা দেন এবং ধৈর্য ধারণ করার আহবান জানান। তিনি বলেন এই বিপদের দিনে আল্লাহতায়ালা সকলকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, আনোয়ার হোসেন, শেখ জামিরুল ইসলাম জামিল, শামীম খান, কামাল হোসেন প্রমুখ।