UsharAlo logo
শুক্রবার, ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ফটো সাংবাদিকের মায়ের মৃত্যুতে খুলনা টাইমস পরিবারের শোক

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৪ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

দৈনিক খুলনা টাইমসের ফটো সাংবাদিক রাজু খা এর ‘মা’ বীনা বেগম (৫৫) বুধবার রাত সাড়ে ১১ টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্বামী, পুত্র, ভাই-বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার  সকাল ১০টায় নগরীর গোবরচাকার মেহেমান জামে মসজিদে অনুষ্ঠিত মরহুমার নামাজে জানাযা শেষে বসুপাড়া কবস্থানে তার দাফন সম্পন্ন হয়।

মরহুার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দৈনিক খুলনা টাইমস পরিবার। এক শোক বার্তায় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়

বিবৃতিদাতারা হলেন, পত্রিকার প্রধান সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন, প্রধান উপদেষ্টা এসএম কবির উদ্দিন বাবলু, সম্পাদক সুমন আহমেদ, নির্বাহী সম্পাদক ফারহা শেখ, যুগ্ম-সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াছিন আরাফাত রাকিব, বার্তা সম্পাদক এস এম নূর হাসান জনি সহ-সম্পাদক সুমাইয়া রহমান আখিঁ-সহ সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।