UsharAlo logo
মঙ্গলবার, ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফল ঘোষণার পর ইসির পুননির্বাচনের এখতিয়ার নেই: আপিল বিভাগ

pial
মে ৩১, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নির্বাচনের ফল ঘোষণার পর পুননির্বাচন দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। হাইকোর্টের দেওয়া এমন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। মঙ্গলবার (৩১ মে) বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এ রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান।

জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু ইউনিয়নের মেনকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফল ঘোষণার পর অনিয়মের অভিযোগ ওঠে। কাজে নতুন করে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এই বিষয়ে হাইকোর্টে রিট করেন সাদিকুল ইসলাম নামের এক ব্যক্তি।

গত ৭ ফেব্রুয়ারি হাইকোর্ট আদেশ দিয়ে বলেন, ফল ঘোষণার পর নতুন করে নির্বাচন করার কোনো এখতিয়ার নেই কমিশনের। যেতে হবে নির্বাচন কমিশন ট্রাইব্যুনালে, হাইকোর্টের সেই আদেশই বহাল রাখলেন আপিল বিভাগ।

(ঊষার আলো-এফএসপি)