UsharAlo logo
শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটন্ত গরম তেল হাত দিয়ে নেড়ে পিঁয়াজু-বেগুনি ভাজেন সুনীল দাস

usharalodesk
মে ১২, ২০২১ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ফুটন্ত গরম তেলে খালি হাত দিয়ে নেড়েচেড়ে পিঁয়াজু ও বেগুনি ভাজেন এক ব্যক্তি। অবিশ্বাস্য হলেও সকলকে তাক লাগিয়ে এভাবেই গত ৩৭ বছর সাতক্ষীরার নলতা হাসপাতাল মোড়ে খাবার বিক্রি করছেন সুনীল দাস।

প্রতিদিনই এই দৃশ্য দেখতে ও খাবার খেতে আসেন বহু কৌতুহলী মানুষ। বেশ কিছু দিন আগে সুনীল দাসের পিঁয়াজু ও বেগুনি ভাজার একটি ভিডিও ভাইরাল হয়েছিল নেটদুনিয়ায়। ওই ভিডিওতে দেখা যায়, তিনি শুধু এসব খাবার ভাজছেনই না সাথে কড়াইয়ের গরম তেল মুখে দিচ্ছেন ও গায়েও মাখছেন। অদ্ভুত হলেও এমনটাই দেখা যায়।

(ঊষার আলো-এফএসপি)