ঊষার আলো ডেস্ক : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার লক্ষ্যে ফুলতলা উপজেলার ফুলতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিশেষ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ জুলাই) বিকাল ৪টায় বেজেরডাঙ্গা দলীয় কার্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এম এম আজিজুর রহমান রাসেল। মোস্তাাফিজুর রহমান রামুর সভাপতিত্বে ও মেহেদী আনাম রঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মৃণাল হাজরা ও বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মুন্সি গোলাম সরোয়ার, মোঃ রবিউল ইসলাম, এস রবীন বসু,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রেজাউল ইসলাম রাজা, ফেরদাউসুর রহমান, হাবিবুর রহমান হাবিব, মইনুদ্দিন মাসুদ রানা, জাহাঙ্গীর হোসেন, ওয়াহিদুজ্জামান, আবির মালিক, মাহমুদুন্নবী মিল্টন,আবুল কালাম আজাদ, আবুল বাশার, সোহাগ জমাদ্দার আবু সালেহ বাবু,মাকসুদুল আলম মামুন, শফিকুল ইসলাম সোহাগ,আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রব,সিরাজুল ইসলাম,জাফর ইসলাম শান্ত, কৃষকলীগ নেতা সৈয়দ তুরান,যুবলীগ নেতা মনিরুল ইসলাম, ছাত্রনেতা শেখ মোঃ রাসেল, শেখ হেলাল বাবু রায়হান মুন্ন, মইনুল ইসলাম নয়ন, সাদ্দাম হোসেন, সোহাগ মোল্লা মেহেদী হাসান সাগর গাজি শেখ সবুজ প্রমুখ।