ফুলবাড়ীগেট প্রতিনিধি : ফুলবাড়ীগেট শহীদ মিনার চত্বরে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক রবিবার (৪ জুন) বেলা সাড়ে ১২ টায় জনসংযোগ ও পথসভা করনে। এ সময় তিনি ফুলবাড়ীগেট বাজারে বিভিন্ন ব্যবসায়ীদরে সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করনে। ফুলবাড়িগেটে পথ সভা শেষ করে তিনি সোনালী জুট মিল গেটে পথসভা করনে।
খানজাহান আলী থানা আওয়ামীলীগ ও ২ নং কেসিসি ওয়ার্ড আওয়ামীলীগ এর উদ্যোগে এ পথসভায় উপস্থতি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগরে শ্রম বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী,খানজাহান আলী থানা আওয়ামীলীগের সভাপতি শেখ আবিদ হোসনে, খানজাহান আলী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান,দৌলতপুর থানা আওয়ামীলীগরে সভাপতি শেখ সৈয়দ আলী, আলী থানা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও ৬ নং যোগীপোল ইউপি চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, কেসিসি ২ নং ওয়ার্ড আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান মুকুল, খুলনা জেলা পরিষদের সদস্য সাইফুল ইসলাম বাবু সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তালুকদার আব্দুল খালকে তার বক্তব্য বলনে আসন্ন খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ১২ ই জুন ২০২৩ ইং অনুষ্ঠতি হব। আপনারা সবাই ভোটকন্দ্রে যাবেন। ভোট আপনাদরে একটি মূল্যবান সম্পদ। সবাই নৌকা প্রতীক এ ভোট দিয়ে খুলনা সিটি কর্পোরেশন একটি আধুনকি স্মাট নগরী হিসাবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান ।