UsharAlo logo
মঙ্গলবার, ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শিরোমনিতে জুট মিল শ্রমিকদের মশাল মিছিল

ফুলবাড়ীগেট প্রতিনিধি
মার্চ ৯, ২০২৪ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

 শিরোমণি জুট স্পিনার্সের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পাওয়া পরিশোধ, লাভজনক মিলটি পুর্ণাঙ্গ চালু, আফিল ও হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারীদের চুড়ান্ত পাওনা শ্রম আইন মোতাবেক পরিশোধ এর দাবিতে গতকাল শুক্রবার সন্ধায় শিরোমনি খুলনা যশোর মহাসড়কে মশাল মিছিল অনুষ্ঠিত হয় ।

মশাল মিছিল শেষে শিরোমনি শহীদ মিনারে সংক্ষিপ্ত পথসভা সিবিএ সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বেসরকারী পাট সুতা বস্তকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারন সম্পাদক গোলাম রসুল খান। বক্তৃতা করেন শ্রমিক নেতা নিজাউদ্দীন, জুট স্পিনার্সের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ।

হুগলী বিস্কুট শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমান , শ্রমিক নেতা মো. মুজিবুর রহমান, মো. লিটন হোসেন, মোঃ রেজাউল ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. মেহেদী হাসান, মো. আলাাউদ্দিন, মো মনিরুল ইসলাম, আনসার মীর, আব্দুস সালাম। মশাল মিছিল শেষে আগামি ১১ মার্চ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি ও ১৩ মার্চ খুলনা যশোর মহাসড়ক অবরোধ কর্মসূচি ঘোষনা দেওয়া হয়।