ঊষার আলো প্রতিবেদক : বদলী, অস্থায়ী, দৈনিক ভিত্তিক শ্রমিকদের পাওনা অবিলম্বে পরিশোধ করাসহ সকল শ্রমিকদের ২০১৯ সালের বকেয়া ৬ সপ্তাহের মজুরী ও উৎসব বোনাস প্রদানসহ রাষ্ট্রীয় মালিকানাধীন পাটকল চালুর দাবিতে খালিশপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ মার্চ) সকালে পুলিশী পাহারায় মিছিলটি দৌলতপুর জুট মিলের সামনে থেকে শুরু করে খালিশপুর জুট মিলের সামনে শেষ হয়। মিছিল শেষে পিপলস গেটে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন রাষ্ট্রয়াত্ব পাটকলের বদলী, অস্থায়ী, দৈনিক ভিত্তিক শ্রমিক ও সমন্বয় অঞ্চলিক কমিটি খুলনা যশোর অঞ্চলের আহবায়ক মো: ইলিয়াস হোসেন। এ সময় বক্তৃতা করেন প্লাটিনাম জুট মিলের সাবেক শ্রমিক নেতা খলিলুর রহমান, আলতাফ, হামজা গাজী, আঃ রাজ্জাক, মিজান, গিয়াস উদ্দিন, বাশার, মনির, আলমগীর, রাজ্জাক তালুকদার প্রমুখ। সমাবেশে আগামী ২৮ মার্চ সকাল ১০ টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়।
(ঊষার আলো-আরএম)