UsharAlo logo
মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বগুড়ায় আইনজীবীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত

ঊষার আলো
নভেম্বর ১, ২০২২ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : বগুড়ায় আব্দুল বারী চান (৪৫) নামে এক আইনজীবীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (০১ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের চকফরিদ এলাকায় এ ঘটনা ঘটে।

অ্যাডভোকেট আব্দুল বারী চান চকফরিদ এলাকার তবির উদ্দিনের ছেলে। তিনি সাবেক ছাত্রদল নেতা ও বগুড়া বার সমিতির সদস্য।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সত্যতা নিশ্চিত করে বলেন, চান গুরুতর আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার মাথায় ও শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসক জানিয়েছেন তিনি জীবিত আছেন। দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ঊষার আলো-এসএ