UsharAlo logo
শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় তাল বীজ রোপন

usharalodesk
সেপ্টেম্বর ২৫, ২০২১ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া জেলা প্রতিনিধি : বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া কুমারখালী উপজেলার পান্টি মহাবিদ্যালয়ের পাশে জিকে ক্যানেলের উপর ১০১ টি তাল বীজ রোপন করলেন পান্টি মহাবিদ্যালয় প্রভাষক রোকনুজ্জামান। শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশ ঘটিকার সময় উক্ত প্রতিষ্ঠানের সভাপতি আ. ক. ম মামুনুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত তালবীজ রোপণ করা হয়।
উল্লেখ্য, প্রভাষক রোকনুজ্জামান ইতিপূর্বে গণহত্যা নির্যাতন ও মুক্তিযুদ্ধের উপর লিখিত গবেষণার জন্য সনদও লাভ করেন। আজ তারই উদ্যোগে ও সার্বিক সহযোগিতায় পান্টি এলাকার জিকে ক্যানেলর উপর ১০১টি তালবীজ রোপন করলেন। প্রভাষক রোকনুজ্জামান বলেন, জলবায়ুর পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় মুজিব বর্ষ উপলক্ষে আমার নিজের উদ্যোগের তা রোপন করা হল। উক্ত তাল বীজ রোপণের সময় পান্টি কলেজের বেশ কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
(ঊষার আলো-আরএম)