UsharAlo logo
মঙ্গলবার, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি
আগস্ট ৯, ২০২৩ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

শোকাবহ আগষ্টের নবম দিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বুধবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় ।

এ সময়, ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি জনাব অনিমেষ চৌধুরী, সেকেন্ড সেক্রেটারি জনাব ভাইভাভ গান্ধী, প্রটোকল অফিসার জনাব গায়েস্বর প্রসাদ মিশরা, গোপালগঞ্জ জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ আজহারুল ইসলাম, গোপালগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।